Breaking News

মৃত্যুর সাত মাস পর মেয়ের বাবা হলেন জুলাই শহীদ সেলিম তালুকদার

জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাসের এক বেদনাময় অধ্যায় হয়ে থাকবেন শহীদ সেলিম তালুকদার। সাত মাস আগে যিনি ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন, তার কন্যা সন্তান পৃথিবীর আলো দেখলো বাবাকে ছাড়াই।

শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন সেলিমের স্ত্রী সুমী আক্তার।

ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা সেলিম তালুকদার (২৮) রাজধানীর মধ্যবাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন গত বছরের ১৮ জুলাই। হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ৩১ জুলাই মারা যান তিনি এর তিনদিন পর গত ৪ আগস্ট ছিল তার প্রথম বিবাহবার্ষিকী।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করা সেলিম নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।স্বামী হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি সুমী আক্তার। তিনি বলেন, আমার স্বামী শহীদ হয়েছেন, তার স্মৃতি হিসেবে এই সন্তানই আমার কাছে রয়ে গেল। আমি চাই, আমার সন্তান যেন কখনো কারও কাছে হাত না পাতে। আমি যতদিন বাঁচব, শহীদ সেলিমের স্ত্রী পরিচয় নিয়েই বাঁচব।

সেলিমের মা সেলিনা বেগম এখনো ছেলের শোকে পাথর। তিনি বলেন, যদি সেলিম বেঁচে থাকতো, প্রথম সন্তানের জন্মে কত আনন্দ পেতো! কিন্তু সে তা দেখার সুযোগ পেল না।

শহীদ সন্তানের পরিবার রাষ্ট্রের কাছে সেলিম তালুকদারের যথাযথ স্বীকৃতি ও সম্মাননার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *