Breaking News

ঈদ কবে, সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিদেরা

পবিত্র রমজান মাস শেষে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর নির্ভর করে এই ঈদের সময় ঘোষণা করা হয়। তবে এবার আগেই সম্ভাব্য তারিখ জানালেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিদেরা।

আমিরাতের জ্যোতির্বিদেরা জানিয়েছেন, এবার রমজান মাস ৩০ দিনে হতে পারে। আর এমনটি হলে দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে ৩১ মার্চ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম গালফ নিউজ।

আরব আমিরাত জ্যোতির্বিদ সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী ৩১ মার্চ পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে। এ দিন হবে সোমবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করতে হতে পারে। আর এমন না হলে ৩০ মার্চ (রোববার) পালন করা হতে পারে এবারের ঈদ।

তবে মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওপিজিক্সের গবেষকেরা বলছেন, রোববার পালন করা হতে পারে এবারের ইদ।

ঈদুল ফিতর মুসলমানদের জন্য ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। রমজান মাসব্যাপী রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উৎসব হিসেবে পালন করে মুসলমানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *