Breaking News

সাইফের ওপর হামলার আগে শাহরুখের বাড়িতেও ঢোকার চেষ্টা! (ভিডিও)

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত গোটা ভারত। আকস্মিক এ ঘটনায় রীতিমতো আতঙ্কে বলিউড তারকারাও। ইতোমধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার থেকে চিরুনিতল্লাশি চালাচ্ছিল পুলিশ।

এর মধ্যেই তদন্তে উঠে এলো আরেক বিস্ফোরক তথ্য। শুধু সাইফ নন, দুষ্কৃতীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের বাড়িও। সাইফের বাড়িতে হামলা করার দু’দিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি, অর্থাৎ মান্নাতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই হামলাকারী স্বীকার করেছে যে, মাত্র দুদিন আগে বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতেও ঢুকেছিল এক ব্যক্তি।

যদিও সে বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। কেবল বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। ধারণা করা হচ্ছে, সাইফের হামলাকারীই মান্নাতের চারপাশ রেকি করতে সেখানে গিয়েছিল।
বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও গিয়েছিল মুম্বাই পুলিশের একটি দল।

জানা গেছে, ঘটনার দুদিন আগে মান্নাতের সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছয় থেকে আট ফুট লম্বা একটি লোহার মই ব্যবহার করে ওই ব্যক্তি মান্নাতে ঢোকার চেষ্টাও করে।

বৃহস্পতিবার সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলাকারীর ছবি। শুক্রবার তাকে আটক করে মুম্বাই পুলিশ। বান্দ্রা রেলস্টেশনে তল্লাশি চালানোর সময় পুলিশ এক ব্যক্তিকে পেয়ে যায় যার ছবি হুবহু মিলে যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির সঙ্গে।

গতিবিধি সন্দেহজনক মনে হলে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
গত বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়ির ভেতর ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা। ছেলের ঘরের সামনে ওই ব্যক্তিকে দেখে তার ওপর ঝঁপিয়ে পড়েন সাইফ আলি খান। তখনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুবৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর সাইফের নিউরো সার্জারি করা হয়েছে। সাইফের নিউরো সার্জেন নীতিন দাঙ্গে জানিয়েছেন, তাঁর পিঠে থোরাসিক স্পাইনাল কর্ডের পাশ থেকে ২-৩ ইঞ্চি গভীরে ঢোকা ধারালো অস্ত্র বের করা হয়েছে। দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর স্পাইনাল ফ্লুইড (মেরুদণ্ডের রস) বেরোতে শুরু করেছিল, তা বন্ধ করতেই এই অস্ত্রোপচার। তবে অস্ত্রোপচার সফল হয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।

ভিডিও

গত বছরের অক্টোবরে ভারতের আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা ঘটনার পর থেকেই আতঙ্কে বলিউড। সালমান খানের ঘনিষ্ঠ হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষ্ণোই গ্যাং, এমনটাই দাবি করেছেন গ্যাংটির সদস্যরা। এমনকী সালমানের কাছের সবার একই পরিণতি হবে বলেও হুমকি দেওয়া হয়। এবার সাইফ আলী খানের ওপর এমন হামলা আরও আতঙ্ক ছড়াল গোটা বলিউডে। হামলাকারীরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত হতে পারে, এমনটাই ধারনা করছেন অনেকে। যদিও পুলিশের তদন্তে এখনও তেমন কোনো সংযোগ মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *