Breaking News

এইমাত্র পাওয়া: গুলশান থেকে গ্রে’ফ’তা’র ওবায়দুল কাদেরের…ছেলে

গ্রেপ্তার আসাদুজ্জামান নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ বলে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ

গ্রেপ্তার আসাদুজ্জামান নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ বলে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশছবি: পুরোনো ছবিটি পুলিশের কাছ থেকে পাওয়া

ছাত্র–জনতার আন্দোলন চলাকালে একটি হত্যার ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর বাড্ডা থানার এই মামলায় গতকাল বুধবার রাতে গুলশান এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আসাদুজ্জামান নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ বলে পরিচয় দিতেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামানকে গতকাল রাতে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। পরে তারা আজ সকালে তাঁকে বাড্ডা থানা-পুলিশের কাছের সোপর্দ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্র–জনতার আন্দোলনকালে গত ২৮ জুলাই বাড্ডা এলাকায় তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় পুলিশ অজ্ঞাতানামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছিল। পরে নিহত ব্যক্তির স্ত্রী আদালতে নালিশি আবেদন করেন। আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে বাড্ডা থানা–পুলিশ। এই মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *