Breaking News

ছোটকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সাইফ, রক্তাক্ত বাবাকে অটোরিকশায় তুলে হাসপাতালে নেন বড় ছেলে

মাত্র ৩ বছর বয়স কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান বা জেহ্‌র। রাতে ঘুমাচ্ছিল নিজের ঘরেই। এর মধ্যেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতি। তার পরই ঘটে যায় বিপত্তি।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, এক মহিলা গৃহকর্মীর সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই ব্যক্তিকে। সে সময়ই কোনোভাবে সেখানে এসে পড়েছিলেন সাইফ। অভিনেতা গলার স্বর শোনার পর প্রথম দফায় ঝাঁপিয়ে পড়ে ওই দুষ্কৃতি। সে তখন ঢুকে পড়েন ছেলে জেহের ঘরে। বাধা দিতে যান সাইফ। তাতেই শুরু হয় ধস্তাধস্তি। ছেলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজে আহত হন সাইফ। তবে এখানেই শেষ নয়, বাড়ি থেকে ফোন পেয়ে ছুটে আসেন সাইফ আলি খানের প্রথম স্ত্রীর ছেলে ২৩ বছর বয়সী অভিনেতা ইব্রাহিম আলি খান। অটোরিকশায় তোলেন বাবাকে। নিয়ে যান হাসপাতালে। সুত্র- এনডিটিভি।

জানা যায়, ছয়-ছয়বার ছুরিকাঘাতের পর রক্তবন্যা বইছিল বাড়িতে। বাবা সাইফ আলি খানকে এমন পরিস্থিতিতে দেখে এক মিনিটও সময় নষ্ট করতে চাননি ছেলে ইব্রাহিম। সেই চূড়ান্ত মুহূর্তে বাড়ির কোনও গাড়িও প্রস্তুত ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে রাস্তা থেকে অটো ডেকে নিয়ে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন তিনি।

ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি ঢুকে পড়ায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েক জন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সাইফ।

হাসপাতালটি সাইফের বান্দ্রার বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।

আহত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়আহত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়
পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর সময়ের ভিডিও প্রকাশ্যেপাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর সময়ের ভিডিও প্রকাশ্যে
হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *