Breaking News

‘৫ আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ-ভারতের সেনাপ্রধান’

বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গণঅভ্যুত্থানের সময়ে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিলো বলেও জানান তিনি।

Army Chief of Bangladesh-India

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে, ইন্ডিয়া টুডে’র এক সাংবাদিক বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চান।

উত্তরে দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির সীমান্তের একটি ছোট অংশ ছাড়া প্রায় পুরো সীমান্তই ভারতীয় ভূখণ্ডে রয়েছে। আমারা সর্বদা একে অপরকে বুঝি। তাই আমাদেরও মিলেমিশে থাকতে হবে এবং এমন কিছু করা উচিত নয়, যাতে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

জেনারেল দ্বিবেদী আরও জানান, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। গত বছরের ৫ আগস্ট, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল। আর সর্বশেষ ২৪ নভেম্বর, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে।’

দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *