ব্রেকিং নিউজ: আরেক জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু

জনপ্রিয় সংগীতশিল্পী স্যাম মুর মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তার মৃত্যু হয়েছে। স্যাম মুরের বয়স হয়েছিল ৮৯ বছর।

স্যাম মুরের মুখপাত্র জেরেমি ওয়েস্টবি জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন স্যাম মুর। গত শুক্রবার সকালে কোরাল গ্যাবলসে মারা যান তিনি। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি জেরেমি।

ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তারা। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে জুটি ভেঙে যায়, স্যামের মৃত্যুতে দুজনের আর কেউই রইলেন না।

১৯৮৮ সালে এক কার দুর্ঘটনায় ডেভের মৃত্যু হয়। ১৯৯২ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে জায়গা করে স্যাম ও ডেভ। গানের বাইরে তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম। সূত্র: হলিউড রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *