Breaking News

সেনাবাহিনীর কঠর অভিযান আটক ৪৫

রাজধানীর মোহাম্মদপুর এখন নগরবাসীর কাছে আতঙ্কের নাম। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এই এলাকায় দিনের আলো, কিংবা রাতের অন্ধকারে হরহামেশাই ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, গোলাগুলি ও হত্যার মতো ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার চিত্র দেখে ভয়ে শিউরে উঠছেন অনেকে। মোহাম্মদপুরবাসীর জীবনে স্বস্তি আনতে ওই এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।


শনিবার (২৬ অক্টোম্বর) রাত ১০টার দিকে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের ৪৫ জনকে আটক করেন বাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল, র‍্যাব ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এসব তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ মজুমদার বলেন, অভিযানে আটকদের কাছ থেকে ৯টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *