অনেক আগে থেকেই ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের সর্বশেষ প্রকাশিত ভিডিওতে তামিম ইকবালের সঙ্গে তার কথাবার্তা ভাইরাল হয়েছে।
আফ্রিদি নিজের ইউটিউব অ্যাকাউন্টে ভিডিওটি শুক্রবার (৩ জানুয়ারি) রাতে প্রকাশ করেন। এতে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, শাহিন আফ্রিদি ও পাকিস্তানের আরও কিছু খেলোয়াড়দের সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে থাকতে দেখা যায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
কথাবার্তার একপর্যায়ে আফ্রিদির কাছে তামিম জানতে চান, তিনি রাজনীতিতে আসছেন কিনা। জবাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক মজার ছলে ও খোঁচা মেরে বলেন, ‘আরে তোমাদের যে হাল রাজনীতিতে আর আসছি না।’ এ কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীরা।
আফ্রিদি যখন ভিডিও ধারণ করেন তখন নবী নৈশভোজ করাচ্ছিলেন তাকে। এ সময় তামিম নৈশভোজের প্রস্তাব রেখে বলেন, ‘আফ্রিদি ভাই, আপনারা তো জানেন করাচির বিরিয়ানি সেরা। আমি আপনাদের ঢাকার কাচ্চি খাওয়াবো। এখানে এখন অনেক রেস্তোরাঁ আছে।’
শাহিনআফ্রিদি প্রশ্ন করেন, কাচ্চি কী? তার শ্বশুর শহীদ আফ্রিদি তখন বলেন, ‘এটাও এক ধরনের খাসির বিরিয়ানি। যাকে বাংলাদেশে কাচ্চি বলে।’
তামিম বলেন, ‘আমি আপনাদের এটা খাওয়াবো। খেয়ে তুলনা করবেন করাচির বিরিয়ানি সেরা নাকি বাংলাদেশের কাচ্চি।’ শহীদ আফ্রিদি তখন বলেন, ‘তামিম করাচি কিন্তু করাচিই।’ তামিম জবাবে বলেন, ‘আমি খাওয়াবো তো, তখনই বুঝতে পারবেন।’