Breaking News

বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল কনের পরিচয়

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান সম্পন্নের খবর ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়।

ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টার দেখা যায়।

একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেছেন সোহেল তাজ। কনে হলেন আয়রন গার্লখ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। একসময়ের রাজনীতিবিদ সোহেল তাজ বর্তমানে সামাজিক ব্যাধি ও স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করছেন।

এদিকে সোহেল তাজকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *