Breaking News

হাসনাত-সারজিসকে অবা*ঞ্ছিতের আল্টি*মেটাম দিয়ে পিছু হটলো জাপা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিতের আল্টিমেটাম থেকে সরে দাঁড়িয়েছে জাতীয় পার্টি।


শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রংপুরে আসার দিনে যেহেতু পুলিশ মহাপরিদর্শক আসছেন সে কারণে আপাত এই আল্টিমেটাম থেকে আমরা সরে এসেছি। রংপুরে হাসনাত ও সারজিসের কোনো অনুষ্ঠানে বাধা দেওয়া হবে না। আইজিপির অনুষ্ঠানের দিনে রংপুরে কোনো বিশৃঙ্খলা করতে চাই না।

এর আগে, আওয়ামী লীগের দোসর অভিযোগ তুলে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে বসার বিরোধিতা করায় ১৪ অক্টোবর হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত করে দলটি। এর ১০ দিন পরই রংপুরে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার তারিখ ঠিক করা হয়। এরপরই সিদ্ধান্ত থেকে সরে আসে জাতীয় পার্টি।

আজ রংপুরে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জাতীয় পার্টিরও বিক্ষোভ সমাবেশ রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *