Breaking News

‘টুপি পরে’ ইফতারে অভিনেতা থালাপতি বিজয়, ‘ধর্ম বদল’ নিয়ে যা জানা গেল

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনয় গুণে নিজ দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও খ্যাতি লাভ করেছেন। নিজেকে মেলে ধরেছেন রাজনীতির মাঠেও। কয়েক দিন আগেই একটি ইফতার আয়োজনে অংশ নিয়েছিলেন। সেখানকার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি ও ভিডিও ঘিরে দাবি করা হয়, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবি মিথ্যা ও গুজব।

ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সাদা পোশাক ও টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে অভিনেতা থালাপাতি বিজয়কে। এসব ছবি-ভিডিও ঘিরেই অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করার দাবি করা হয়। যা সত্য নয়। তথ্য যাচাই-বাছাই সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবি সত্য নয়।

সম্প্রতি পবিত্র রমজান উপলক্ষে একটি ইফতার অনুষ্ঠানে দক্ষিণী তারকার অংশ নেয়ার ছবি-ভিডিও কেন্দ্র করে ধর্ম পরিবর্তনের এ দাবি প্রচার করা হলেও―বিশ্বস্ত কোনো সূত্র থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি। আবার তারকার আগের বক্তব্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও কখনো নিজেকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা করেননি। তবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল গত ৭ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, গত ৭ মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপাতি বিজয়। সেই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে হাজির হয়েছিলেন তিনি। আয়োজনে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সন্ধ্যার নামাজ পড়েন এবং ইফতার করেন। কিন্তু প্রতিবেদনে কোথাও তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন দক্ষিণীএই তারকা।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের গত ৭ মার্চ প্রকাশ হওয়া এক পোস্টে এ ঘটনার ভিডিও পাওয়া গেছে। ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রতিষ্ঠাতা ও প্রধান থালাপাতি বিজয়ের রমজান মাসে চেন্নাইয়ে আয়োজিত এক ইফতার মাহফিলের ভিডিও।

এ ছাড়া এই ঘটনা ভারতের একাধিক সংবাদমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশ হলেও কোথাও থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ তারকার এমন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সমালোচনা করেছেন অনেকে।

এদিকে ২০২২ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণী সুপারস্টারের ধর্মীয় বিশ্বাস নিয়ে অনুসন্ধানে তার বক্তব্য পাওয়া যায়। থালাপাতি বিজয় বলেন, আমি একজন দৃঢ় বিশ্বাসী। চার্চে যাই, আবার ‘ধুপাক্কি’ সিনেমার শুটিংয়ের সময় মন্দির ও আমিন পীর দরগায়ও গেছি। সব জায়গাতেই এক ধরনের ঐশ্বরিক অনুভূতি পেয়েছি। আমার মা একজন হিন্দু এবং বাবা একজন খ্রিস্টান। প্রেম করে বিয়ে করেছিলেন তারা। এমন এক পরিবারে বেড়ে উঠেছি আমি, যেখানে কখনো কোথায় যাওয়া ঠিক বা ঠিক নয়, আমাকে এ ব্যাপারে কখনো বাধা দেয়া হয়নি। আমার সন্তানদেরও সেই একই শিক্ষা দিচ্ছি আমি।

প্রসঙ্গত, সব প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, অভিনেতা থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি কেবলই মিথ্যা ও গুজব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *