Breaking News

বয়সে বড় সেঁজুতির সঙ্গে মোরসালিনকে ‘জোর করে’ বিয়ে দেওয়ার দাবি!

বছরখানেক আগেই মদকাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন আলোচিত তরুণ ফুটবলার শেখ মোরসালিন। এবার তিনি জড়িয়ে পড়লেন নারী বিষয়ক কেলেঙ্কারিতে। সেজুঁতি বিনতে রহমান নামের এক তরুণী নিজেকে মোরসালিনের স্ত্রী দাবি করে নানা অভিযোগ তুলেছেন।

এবার জানা গেল, সেঁজুতি সত্যিই মোরসালিনের স্ত্রী। তাদের বিয়ের কথা মোরসালিনের পরিবারও জানত না!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোরসালিনের সঙ্গে ছবি পোস্ট করে গুরুতর অভিযোগ আনেন সেঁজুতি। তিনি লিখেছেন, ‘সে (মোরসালিন) আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও করেছে এবং বিভিন্ন মানুষকে দিয়েছে। আমি চুপ ছিলাম। আমি মুখ খুললে নাকি তার কাছে এমন কিছু আছে যা আমি ভাবতেও পারব না।’ এরপর একাধিক পোস্টে তিনি হুমকি পাওয়ার কথাও জানান।

সেঁজুতির সেই পোস্টগুলো তার ফেসবুক প্রোফাইলে এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। তবে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মোরসালিনের মা শেফালি বেগম। গণমাধ্যমকে তিনি বলেছেন, মোরসালিন তার কাছে বিয়ের কথা স্বীকার করেছে। তবে মোরসালিনের দাবি, ‘চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে’। এরপর জোর করে ধরে বিয়ে দেওয়া হয়।

শেফালি বেগম দাবি করেন, মাস দেড়েক আগে সেঁজুতি-মোরসালিনের বিয়ে হয়। বিষয়টি তিনি পরে জানতে পেরে মোরসালিনের ওপর রাগারাগি করেন। সেঁজুতি বয়সে মোরসালিনের চেয়ে বড় বলেও তিনি জানান। শেফালি বেগমের দাবি, তারা সৎভাবে বাঁচতে চান। কিন্তু মানুষ তার ছেলের পেছনে লেগেছে। ছেলে এই বয়সে ফুটবল খেলে টাকা-পয়সা উপার্জন করছে, যা অনেকের চক্ষুশূল। তবে মোরসালিনের বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিনি এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *