আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা দিলেন অশ্বিন

ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা ছিল। পূর্বাভাস অনুযায়ী দিনের খেলার বেশিরভাগই গেল বৃষ্টির পেটে। টেস্টের পঞ্চম ও শেষ দিনে সব মিলিয়ে ২৫ ওভারও খেলা হলো না, তাতে টেস্টের ফল লেখা থাকল ড্র।

তবে সে ফলের খবর ছাপিয়ে গেল একটা খবর – আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ফলে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টটাই হয়ে থাকল ৩৮ বছর বয়সী এ স্পিনারের শেষ ম্যাচ।

এক ঘোষণাতেই ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে গেল দশ বছর আগের এক অবসর ঘোষণার কথা। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরেই এমসিজিতে টেস্টের পর হঠাৎ টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন সে সময়ের ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ অশ্বিনও একই ভঙ্গিতে হঠাৎ ধাক্কা দিলেন অবসরের ঘোষণা দিয়ে।

অস্ট্রেলিয়ায় ভারতের চলমান সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি অশ্বিনের। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেলেও এক ইনিংসে বল করে ৫৩ রানে ১ উইকেট নিয়েছেন। পরে জায়গা হারান তৃতীয় টেস্টের একাদশে।

অবশ্য আজ ব্রিসবেন টেস্টের ম্যাচ শেষ হওয়ার আগেই অশ্বিনের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে চা বিরতির পরে ড্রেসিংরুমে অশ্বিনের আচরণে সেটা স্পষ্ট হতে থাকে। এ সময় বিরাট কোহলির সঙ্গে গম্ভীর ভঙ্গিতে আলোচনা করতে দেখা যায় ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিনকে। আলোচনার মাঝেই আবেগ-আপ্লুত হয়ে একবার কোহলিকে জড়িয়ে ধরেন তিনি।

কোহলির সঙ্গে আলোচনার পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় অশ্বিনকে। এ সময় কোচ গম্ভীরের মুখও কিছুটা বিমর্ষ ছিল। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অবসরের গুঞ্জন আরও জোরালো হয়। পরে টেস্ট শেষ হতেই গুঞ্জনটাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নেওয়া অশ্বিন।

টেস্টে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েও ভারতের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। ২০১০ সালে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অশ্বিন। একই মাসে শুরু হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারও। পরের বছর অভিষেক হয় টেস্টে। সেই থেকে দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে মোট ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন।

শুধু স্পিনার হিসেবেই নয়, লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও ভারতের বড় ভরসার নাম হয়ে উঠেছিলেন অশ্বিন। অনেকগুলো টেস্ট বাঁচিয়ে দিয়েছে অশ্বিনের কিছু অবিশ্বাস্য ইনিংস। টেস্টে সব মিলিয়ে ১৫১ ইনিংস ব্যাটিং করে ২৫.৭৫ গড়ে ৩ হাজার ৫০৩ রান করেছেন ডানহাতি এ বোলিং অলরাউন্ডার। নামের পাশে ১৪ ফিফটির সঙ্গে সেঞ্চুরিও আছে ৬টি।

আর বোলিংয়ে? টেস্টে ৫ উইকেট নিয়েছেন ৩৭বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ইয়ান বোথামের (৫) পর একই টেস্টে সবচেয়ে বেশিবার সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি অশ্বিনের (৪ বার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *