Breaking News

‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পশ্চিমব*ঙ্গে প*ঞ্চা*য়েত প্রধানকে অপসারণ

ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

লাভলির বিরুদ্ধে অভিযোগ— তিনি বাংলাদেশি নাগরিক। ভুয়া নথি পেশ করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন লাভলি। জেলা প্রশাসন সূত্রের বরাতে তাকে অপসারণের এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, লাভলির ওবিসি সার্টিফিকেট আগেই বাতিল করা হয়েছিল।
এবার তাকে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হলো।

মালদহের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি বলে দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রে পরাজিত প্রার্থী।

সেই মামলায় মহকুমাশাসককে এ ব্যাপারে শুনানি করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

গত ২৯ জানুয়ারি লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল করে প্রশাসন।
অভিযোগ উঠেছে, লাভলির আসল নাম নাসিয়া শেখ। বাবার নাম জামিল বিশ্বাস। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ভারতে অনুপ্রবেশ করেন লাভলি।

২০১৫ সালে তার নাম ভোটার তালিকায় ওঠে। ২০১৮ সালে ভুয়া জন্মনিবন্ধন সনদ জোগাড় করেন তিনি। এর পর স্থানীয় বাঘমারা এলাকার শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে নিজের বাবা পরিচয় দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেন তিনি।
বাঘমারা এলাকার বাসিন্দাদের দাবি, শেখ মুস্তাফার সব সন্তানকে চেনেন তারা। লাভলি খাতুন নামে ওই ব্যক্তির কোনো সন্তান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *