Breaking News

আমিরাতে লটারিতে প্রায় ৬৬ কোটি জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম।

সোমবার (৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

জাহাঙ্গীরের টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮ এবং এটি তিনি গত ১১ ফেব্রুয়ারিতে কিনেছিলেন।

৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ৬ বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং তার পরিবার বাংলাদেশে থাকে। গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করেছেন।

লটারিতে জয়ের পর জাহাঙ্গীর জানান, “আমার ফোনে যখন কলটি আসে তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। কিন্তু যা এই জয়টিকে সত্যিই বিশেষ কিছু করে তুলেছে তা হলো— এটি শুধু আমার নয়; এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।”

এদিকে লটারিতে জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে উদ্যোগটি শেয়ার করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, “আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও সুযোগ নিতে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, ‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’ লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। তাদের পাশে এবার যুক্ত হলো জাহাঙ্গীর আলমের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *