Breaking News

প্রেমে বড় আঘাত পেয়ে ভাঙা মন নিয়ে যা করেছিলেন প্রিয়াংকা

নেতিবাচক বিষয়কে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দেন না ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এর মধ্যেই বলিউড থেকে হলিউডে পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। বহু মানুষেরই অনুপ্রেরণা তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের ভাবনা-চিন্তা ও জীবনবোধ নিয়ে কথা বললেন মধু চোপড়া।

মেয়ের ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে মধু বলেন, প্রিয়াংকা তার বাবার কাছ থেকে এই স্বভাব পেয়েছে। ওর বাবাও জীবনে নেতিবাচক বিষয়কে প্রশ্রয় দিত না। সংগীতের মধ্যে শান্তি খুঁজে নিত। প্রিয়াংকাও একই রকম বলে জানান তিনি।

নিজের জীবনে কোনো মানুষকে জায়গা দেবে, এ বিষয়ে নাকি ‘দেশি গার্ল’ খুবই সতর্ক থাকেন। নেতিবাচক মানুষের কোনো জায়গা নেই তার জীবনে। এ প্রসঙ্গে অভিনেত্রীর মা বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে, যারা আমাদের একেবারেই পছন্দ করে না। সেই নেতিবাচকতা জীবনে ডেকে এনে কী হবে।

স্বভাবে বিনয়ী প্রিয়াংকা। প্রয়োজনে ক্ষমাও করে দেন। কিন্তু কাউকে অপছন্দ হলে তাকে আর জীবনে প্রবেশ করতে দেন না তিনি। এ প্রসঙ্গে মধু চোপড়া বলেন, ওর কাউকে অপছন্দ হলে, জীবন থেকে ছেঁটে ফেলে দেয়। একবারই এমন হয়েছে যদিও। ওই মানুষটা যদিও এটারই যোগ্য ছিল।

ছয় বছরের এক সম্পর্কে মন ভেঙেছিল প্রিয়াংকার। অভিনেত্রী নিজেই পরে জানিয়েছিলেন তার মাকে। তবে ঠিক কোন সম্পর্কে কন্যা আঘাত পেয়েছিলেন, সে বিষয়ে কোনো কথা বলেননি প্রিয়াংকার মা মধু চোপড়া।

সম্পর্ক নিয়ে প্রিয়াংকা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, একসময়ে আমি পর পর সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম আমার সহ-অভিনেতাদের সঙ্গে। নিজেকে সেরে ওঠার কোনো সময়ই দিইনি। সম্পর্ক নিয়ে নিজের একটা ধারণা ছিল। সেই ধারণার সঙ্গে সেই প্রেমিকদের খাপ খাওয়াতে চাইতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *