Breaking News

রাহুল মোদীর সঙ্গে আবারও দেখা গেল শ্রদ্ধাকে

সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও চিত্রনাট্যকার রাহুল মোদী নাকি প্রেম করছেন। তবে দুজনেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন- প্রেমের খবরকে হ্যাঁ-ও বলছেন না আবার অস্বীকারও করছেন না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শ্রদ্ধা ও রাহুলের একটি ছবি ভাইরাল হয়েছে। যা তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে।

ছবিতে দেখা যায়, শ্রদ্ধা ও রাহুল বিমানে চড়ে কোথাও যাচ্ছেন। তারা দুজনেই ম্যাচিং করে পোশাক পড়েছেন এবং বসে আছেন একে অপরের খুব কাছাকাছি।

পাপারাজ্জির ক্যামেরায় আরও দেখা যায়, অভিনেত্রী তার ফোনে রাহুলকে কিছু দেখাচ্ছেন। যখন এই ছবিগুলো তোলা হচ্ছিল, তখন রাহুলের মনোযোগ শ্রদ্ধা কাপুরের স্ক্রিনের দিকেই ছিল।

সম্প্রতি আহমেদাবাদের একটি বিয়েতে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীকে একসাথে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনের সেই ছবিও ভাইরাল হয়। এরপর থেকেই তাদের সম্পর্কের বিষয়ে নানা জল্পনা তৈরি হয়। এই বিয়েতে রাহুলকে সাদা শার্ট এবং ধূসর কোট-প্যান্ট পরে থাকতে দেখা গেছে এবং শ্রদ্ধা কাপুর সোনালি রঙের এথনিক পোশাক পরেছিলেন।

বিয়ের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু ছিল, কিন্তু একই সাথে অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম পোস্টে সেই বিয়ের কিছু ঝলক শেয়ার করেছেন।

আম্বানি পুত্রের বিয়েতেও শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেসময় শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারে রাহুলের ছবি দেখেছিলেন পাপারাজ্জিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *