Breaking News

আর কিছু চাওয়ার নেই মধুমিতার

পর্দায় গ্ল্যামারাস হোক কিংবা সাহসী ফটোশুট, কিছুতেই আপত্তি নেই মধুমিতা সরকারের। সদ্য তার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। ব্যক্তিগত-কর্মজীবন একসঙ্গে সামলাতে সিদ্ধহস্ত তিনি।

কথায় রয়েছে, কুমারী মেয়েরা শিবরাত্রি করলেই বলা হয়, সে নাকি শিবের মত বর পাবে।

এদিকে আগামীকাল শিবরাত্রি। এদিন কী করবেন মধুমিতা?
শিবের মতোই কাউকে পেয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন, সেটা আমি পেয়েছি। কিন্তু, এমনটাও নয় যে আমি যদি কাউকে না পেতাম তাহলে শিবের প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা বা পূজা করার ইচ্ছেটা চলে যেত। আমি শিবভক্ত।

মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি শুধু এখন ভগবানের পূজা করব। নতুন করে আর কিছু চাওয়ার নেই। যা দিয়েছেন তাতেই আমি ভীষণ খুশি।

এর পর শিবরাত্রিতে কী করবেন তা জানিয়ে মধুমিতা বলেন, আমি খুব নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করি। পূজার আগের দিন সংযম করেছি। নির্জলা উপোস করে প্রতি প্রহরে জল ঢালব। এই দিন পাড়ার মন্দিরে খুব ভিড় হয় বলে বাড়িতেই নিজের মতো করে ভালো করে পূজা করতেই পছন্দ করি। রুদ্র অভিষেক করার ইচ্ছে আছে।

তাছাড়া প্রহর অনুযায়ী মহাদেবের মাথায় জল ঢালব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *