Breaking News

গুঞ্জনই কি তবে সত্যি হচ্ছে?

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হতে পারেন হেনরি ক্যাভিল, এমন গুঞ্জন চলছে বহুদিন ধরেই। ডিসি থেকে বাদ পড়ার পর তা আরো বেশি জোরালো হয়েছিল। শেষ পর্যন্ত মার্ভেলের একটা সিনেমায় ক্যামিও করতে দেখা যায় হেনরিকে। তাই গুঞ্জন অনেকটাই পাকাপোক্ত হয় যে হেনরি মার্ভেলে আসবেন।

মার্ভেলের সাম্প্রতিক হিট সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিনে একটি ছোট ক্যামিওতে দেখা গেছে হেনরি ক্যাভিলকে। খুব ছোট করেই দেখা গেছে তাকে। সেখান থেকেই দর্শকের মনে গেঁথেছে যে ক্যাভিল আসবেন মার্ভেলে।

এবার ইয়নসহ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, মার্ভেলের আসন্ন সিরিজ ‘নোভা’য়ই থাকতে পারেন ক্যাভিল। তারা বলছে, এরই মধ্যে ক্যাভিলের সঙ্গে মার্ভেল কথা বলতে শুরু করেছে, কিন্তু কোন চরিত্রে তাকে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

নোভা মূলত মার্ভেলের স্বতন্ত্র একটি চরিত্র। আসল নাম রিচার্ড রাইডার।

১৯৬৬ সালে মার্ভ ওল্ফম্যান এ চরিত্র তৈরি করেন। পরবর্তী সময়ে সঙ্গী হন জন রোমিতা সিনিয়র। চরিত্রটি প্রথম প্রকাশ্যে আসে ১৯৭৬ সালে। পরে চরিত্রটি মার্ভেলের অন্যান্য সুপারহিরোর সঙ্গে নানাভাবে যুক্ত হয়।

বলা হচ্ছে, হেনরি ক্যাভিলকেই নাকি কাস্ট করা হবে রিচার্ড রাইডার অর্থাৎ নোভা চরিত্রে।

তবে যেমনটা বলা হয়েছে, এ বিষয় এখনো নিশ্চিত না। নোভাকে নিয়ে এর আগে বড় পরিসরে কোনো কাজ হয়নি। এবার তা করার চিন্তা করছে মার্ভেল। এ সিরিজে অ্যানাইহিলাসকে ফিরিয়ে আনা হচ্ছে। সে মার্ভেলের অন্যতম খল চরিত্র। সেই সঙ্গে গুঞ্জন আছে যে স্টারশিপ ট্রুপার্সের সঙ্গে সিরিজের গল্পের কিছু মিল থাকতে পারে।
মার্ভেল তাদের ইউনিভার্সকে নতুন করে সাজানোর চিন্তা করছে। অ্যাভেঞ্জার্সকে ফেরানো হবে এমনও বলা হচ্ছে। সেখান থেকেই আরেকটি ধারণা তৈরি হয়েছে নোভা যুক্ত হবে অ্যাভেঞ্জার্সের সঙ্গে। কিন্তু এ সবই ধারণা। বাস্তবিক ক্যাভিল মার্ভেলে আসছেন কিনা তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *