Breaking News

ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ১১ জন গু’লি’বি’দ্ধ

সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে ১১ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরীকে (৪২) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

মঙ্গলবার সকালে আনু চৌধুরীর করা একটি মামলায় তদন্তে যায় দিরাই থানা পুলিশ। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২৫ লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠালে ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছররাগুলি আছে বলে মনে হচ্ছে। যা মেডিক্যাল রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি শুনেছি সাতজন গুলিবিদ্ধ হয়েছে, অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *