Breaking News

জেনেভা ক্যাম্পের বোবা বিরিয়ানির ইরফানসহ গ্রেপ্তার ১১

রাজধানীর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ক্যাম্পের বিখ্যাত ‘বোবা বিরিয়ানি’র মালিক আলতাফের ছেলে ইরফান রয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইয়াবা সহ মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত ইরফান।

জেনেভা ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের বিখ্যাত বিরিয়ানির দোকান বোবা বিরিয়ানি বা ফাইজানে মদিনার মালিক আলতাফও মাদক বিক্রি চক্রের অন্যতম হোতা। সম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পের সংঘর্ষে সরাসরি আলতাফকে জড়িত থাকতে দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিও গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে।

এছাড়া আলতাফের ছেলে ইরফান ক্যাম্পের চেনাজানা মাদক কারবারিদের একজন। তিনি বিরিয়ানির দোকানের আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

সূত্র জানিয়েছে, ইরফান উরফে হাবলা ইরফান ক্যাম্পের সাবেক ইয়াবা গডফাদার ইশতিয়াকের ম্যানেজার জাবেদ উরফে নাটা জাবেদের হয়ে মাদক বিক্রি করেন। মাদক বিক্রির জন্য তার নিজস্ব বেশ কয়েকজন সেলসম্যানও রয়েছে।

মোহাম্মদপুর থানার (ওসি) তদন্ত হাফিজুর রহমান জানান, যৌথ অভিযানে ১১ জন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তবে ইরফানের মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে তার চাচা ইমরান বলেন, ‘ও ছোট মানুষ, বয়স ২২-২৩ বছর। ও কসাইয়ের কাজ করে। কিছুদিন আগে কামাল বিরিয়ানির সঙ্গে গ্যাঞ্জাম হইছিলো। তারপর থেকে ওরে মাদকের মধ্যে প্যাচানো হচ্ছে। কেউ যদি প্রমাণ দিতে পারে, ও মাদকের সঙ্গে জড়িত, আমরা নিজেরা ওকে পুলিশের কাছে দিয়ে আসবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *