আইপিএলের জন্য ছাড়পত্র পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার!

প্রতি তিন বছর পরপর খেলোয়াড় বিকিকিনির মেগা নিলাম বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। ২০২৫ আইপিএলের আগে সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪-২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম।


যার আগে আগামী তিন বছর আইপিএল শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। এবারের নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২ ক্রিকেটার, যারা দল পেলে তিনটি আসরের জন্যই নাকি ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে গেছেন!

বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে সংশ্লিষ্ট বোর্ডের এনওসি বা অনাপত্তিপত্র লাগে ক্রিকেটারদের। মাঝপথে ক্রিকেটাররা যাতে টুর্নামেন্ট ছেড়ে না যান, সে কারণে এবার বড় পদক্ষেপ নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিলামে ওঠা টাইগার ক্রিকেটারদের আসন্ন তিন আইপিএল চলাকালে ‘এভেইলেবল’ থাকবেন বলে নিশ্চয়তা দিয়েছে। এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আসন্ন আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম রয়েছে। গুঞ্জন চলছে– তাদের মধ্য থেকে একাধিক ক্রিকেটার দল পেতে পারেন। এর আগে আইপিএলে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। এর বাইরে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও তাদের অভিজ্ঞতা সুখকর নয়। এবারও মুস্তাফিজ-সাকিব ছাড়াও নিলামের তালিকায় আছেন– রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএলের সর্বশেষ আসর চলাকালে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। যদিও বাংলাদেশের সিরিজ থাকায় পুরো আসরে তার খেলা হয়নি। ১ কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। বাকি ৮ জনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি করে।

ক্রিকইনফো বলছে, আগামী তিন আইপিএল শুরু ও শেষের দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ই-মেইল মারফত জানিয়ে দিয়েছে বিসিসিআই। এর আগে কখনোই একসঙ্গে তিন বছরের আইপিএল শুরুর দিনক্ষণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল হবে ২৫ মে। পরের আইপিএলও কমবেশি একই সময়ে শুরু হবে। ২০২৬ আইপিএল শুরু ও ফাইনালের সম্ভাব্য সময় যথাক্রমে ১৫ মার্চ-৩১ মে। ২০২৭ সালের আইপিএলের সম্ভাব্য দিনক্ষণ ১৪ মার্চ-৩০ মে।

প্রসঙ্গত, এবারের মেগা নিলাম হবে আগামী ২৪ এবং ২৫ নভেম্বর। এ দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিলো। একইসঙ্গে সব ক্রিকেট বোর্ড থেকেও খেলোয়াড়দের পাওয়ার বিষয়ে নিশ্চয়তা নিলো ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *