Breaking News

হঠাৎ তামিমকে নিয়ে ভিডিও বার্তায় যা বললেন সাকিব

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। তামিমের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।

এক সময়কার বন্ধুপ্রতীম সতীর্থর জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। আজ সাকিবের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময়য় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!’

এক সময়কার বন্ধুপ্রতীম দুই সতীর্থ অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানা ইস্যুতে সাকিব-তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একের অপরে কথা তো বলেন না সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারেন না। তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব।

ইতিমধ্যে ভক্ত-সমর্থকদের সুখবরও দিয়েছেন তামিম। জ্ঞান ফিরেছে বাঁহাতি ওপেনারের। পরিবারসহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তারপর পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকে হবে তাকে। এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে সাভারের হাসপাতালটিতে ভর্তি করানো হয়। সেখানেই তার পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *