মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
একই সঙ্গে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেওয়ার দাবি তোলার আহ্বানও জানান তিনি।
আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার অনুরোধ করেন।
Welcome to Deogarh, Uttar Pradesh ये हैं उत्तर प्रदेश का भव्य देवगढ़ _ Travel Nfx
00:13 / 03:09
Copy video url
Play / Pause
Mute / Unmute
Report a problem
Language
Share
Vidverto Player
Ads by Pubfuture
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভালো হবে না। বরং হিতে বিপরীত হতে পারে।
সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিলো অপরিসীম। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণঅভ্যুত্থানের সময়ের মত জনগণের পক্ষে থাকবে। গুটিকয়েকের চেষ্টা কোনভাবেই সফল হবে না।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে বা আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে সোচ্চার হন, মিছিল বা বিক্ষোভ করুন। কোনভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দিবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যেরসহিত নিতে হবে।
তিনি আরো বলেন, হঠকারিতার কারণে যেন জাতিকে চরম খেসারত না দেওয়া লাগে। এবিষয়ে সকল সতর্ক হন, আশপাশের মানুষকে সতর্ক করুন।