জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই অভিযোগ তুলে ধরেন এবং বলেন, এই পোস্ট দেওয়ার পর তার কী হবে তা তিনি জানেন না।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুদিন আগে তিনি একটি বিষয়ে সতর্ক করেছিলেন যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। তিনি দাবি করেন, এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি আরও বলেন, তিনিসহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। তাদেরকে প্রস্তাব দেওয়া হয় যে, আসন সমঝতার বিনিময়ে তারা যেন এই প্রস্তাব মেনে নেন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, ১১ই মার্চ দুপুর ২:৩০টায় তাদের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। তাদেরকে বলা হয়, ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হয়েছে। তাদেরকে আরও বলা হয়, একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা ভালো। তিনি বলেন, এই প্রস্তাবের ফলশ্রুতিতে গত দুইদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেন এবং বলেন, এই পরিকল্পনা ও চাপের বিষয়টি তিনি প্রকাশ করেছেন। তিনি এও বলেন, এই পোস্ট দেওয়ার পর তার কী হবে তা তিনি জানেন না। তার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।