জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপরাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে।
শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাই তিনি ৭ মার্চ বক্তব্য শেষ করেছিলেন জিয়ে পাকিস্তান বলে। ৭ মার্চের ভাষণ নিঃসন্দেহে আলোড়ন সৃষ্টি করা বক্তব্য কিন্তু সেই ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নাই।’
শুক্রবার শিশুকল্যাণ পরিষদ হলরুমে যুব জাগপা আয়োজিত বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘সময় এসেছে ৭১-এর সঠিক ইতিহাস প্রকাশ করার। ৭১-এর চেতনা বিক্রির অপরাজনীতি বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে। ২৪-এর চেতনা বিক্রির অপরাজনীতি কেউ করতে চাইলে সেটাও একসময় হারিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদের অনুরোধ করব, ৭১ এবং ২৪ থেকে শিক্ষা গ্রহণ করুন। ৭১ এবং ২৪-এর চেতনাকে ধারণ করুন কিন্তু সেই চেতনাকে আওয়ামী লীগের মতো কেজি দরে বিক্রি করার চেষ্টা করবেন না। কারণ, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আগামীর স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।’
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুজ জাহের আরেফী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুন্তাজুল ইসলাম, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, শিহাব ইসলাম, জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সাংগঠনিক বিপুল পারভেজ মিরাজ, জাতীয় যুব সংহতির (জাফর) আহ্বায়ক রইছ উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকার, জাতীয় যুব সংহতির (বিজেপি) আহ্বায়ক হারুন-অর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, এলডিপি যুবদল সভাপতি সফিউল বারী রাজু, সাধারণ সম্পাদক মুকিতুর রহমান, যুব মিশনের আহ্বায়ক জালাল আহমেদ, খেলাফত যুব মজলিসের প্রেসিডিয়াম কমিটির সদস্য জাকির হোসেন, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, এশিয়া মানবাধিকার সংস্থার যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, ‘হৃদয় পতাকা ২ মার্চ’ এর সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ