Breaking News

এবার যে সুখবর হজযাত্রীদের জন্য

চলতি বছর থেকেই হজযাত্রীদের আধুনিক প্রযুক্তি ও অ্যাপ ডিভাইসের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শনগর এলাকায় জামিয়া তালীমিয়া কওমি মাদ্রাসায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এবারের হজযাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের উদ্যোগে নিজস্ব একটি ডিজিটাল পোর্টাল ও অ্যাপ তৈরি করা হবে। এর মাধ্যমে একজন ব্যক্তি সৌদি আরবে অবস্থানকালে তার পরিবারের সদস্যরা বাংলাদেশে থেকেই তার সঙ্গে যোগাযোগসহ অবস্থান জানতে পারবেন।’

হজে যাওয়ার আগেই যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে প্রি অ্যারাইভাল ভিসা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের লাগেজে অ্যাপ ডিভাইসটি সংযুক্ত করা হবে। সেখান থেকেই তারা সরকারের ডিভাইসের আওতায় যুক্ত থাকবেন। প্রয়োজনীয় চিকিৎসার যাবতীয় ব্যবস্থাসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ভোগ করবেন তারা।’

এই ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নের জন্য এরইমধ্যে হজ অ্যাজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সঙ্গে সরকারের বৈঠকের কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারিভাবে যারা হজে যাবেন শুধুমাত্র তারা এবং তাদের পরিবার এই ডিজিটাল অ্যাপের সেবা এবং সুবিধা ভোগ করবেন।’

এছাড়া সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এ বছর থেকেই দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেয়ার কথা জানান ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ পালনের জন্য সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমি গণমাধ্যমে এটা দেখেছি। দেশের বিশেষজ্ঞ আলেমদের সঙ্গে আলোচনা ও সম্মিলিত মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *