Breaking News

মার্চ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর!

শুরু হয়েছে পবিত্র রমজান মাস, আর তার সঙ্গেই এসেছে মার্চ মাসের একের পর এক সরকারি ছুটি। জাতীয়, ধর্মীয় ও ঐতিহ্যগত নানা উপলক্ষে এই মাসে সরকারি চাকরিজীবীরা বেশ কয়েকদিন ছুটি উপভোগ করতে পারবেন।

সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই ঈদুল ফিতরের ছুটির সূচনা হচ্ছে, যা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

মার্চ মাসের ছুটির তালিকা

২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস (সরকারি ছুটি)

২৮ মার্চ: শবে কদর ও জুমাতুল বিদা (সরকারি ছুটি)

২৯ মার্চ – ২ এপ্রিল: ঈদুল ফিতরের ছুটি (৫ দিন)

ঐচ্ছিক ছুটি

১৪ মার্চ: দোলযাত্রা (হিন্দু ধর্মাবলম্বীদের জন্য)

২৭ মার্চ: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস (হিন্দু সম্প্রদায়ের ঐচ্ছিক ছুটি)

৫ মার্চ: ভস্ম বুধবার (খ্রিস্টান সম্প্রদায়ের ঐচ্ছিক ছুটি)

শিক্ষাপ্রতিষ্ঠানেও দীর্ঘ ছুটি

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বেশ কিছুদিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ মার্চ (রোববার) থেকে শুরু হওয়া এই ছুটি ৮ এপ্রিল পর্যন্ত চলবে।

এই দীর্ঘ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে। ফলে শিক্ষার্থীরাও বেশ কিছুদিন ছুটির আনন্দ উপভোগ করতে পারবে।

দীর্ঘ ছুটিতে ভ্রমণের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীরা এই লম্বা ছুটিকে কাজে লাগিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। বিশেষ করে, রমজানের শেষের দিকে যারা বাড়ি ফিরতে চান, তাদের এখনই পরিকল্পনা করা উচিত, কারণ ছুটির সময় ট্রেন, বাস, লঞ্চ, এবং ফ্লাইটের টিকিটের চাহিদা বেড়ে যাবে।

এই ছুটির হিড়িকে সরকারি চাকরিজীবীরা যেমন আনন্দিত, তেমনি ব্যবসায়ী ও বেসরকারি খাতের কর্মীদের জন্য এটি কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। তবে সার্বিকভাবে এটি একটি উৎসবমুখর সময় হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *