Breaking News

‘বানরও তো এত কলা খায় না!’ – কেন বললেন ওয়াসিম আকরাম?

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে হারের পর পাকিস্তান আছে তোপের মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর থেকে দলটা সাবেক ক্রিকেটারদের তোপের মুখেই পড়ে গেছে। সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও সেই দলে যোগ দিলেন। দলটির খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি।

নিজেদের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল এক সপ্তাহও টিকতে পারল না। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুটি হার তাদের টুর্নামেন্ট থেকে তার আগেই ছিটকে দিয়েছে।

এরপরই আকরাম ক্ষোভ ঝেড়েছেন। দলটার খাদ্যাভ্যাস নিয়ে তুলোধুনো করে ছেড়েছেন তাদের। তিনি বলেছেন, ‘মনে হয় এটা দ্বিতীয় বা তৃতীয় ড্রিঙ্কস ব্রেক ছিল। আমি দেখলাম প্লেটভর্তি কলা এসে হাজির! বানরও এত কলা খায় না! এটা যদি আমাদের অধিনায়ক ইমরান খানের সময় হতো, তিনি আমাকে কষে এক ধমক দিতেন।’

নিজের ৫০২ উইকেট সমৃদ্ধ ওয়ানডে ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আকরাম পাকিস্তানের বোলারদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে। তোমরা এদের স্টার বানিয়ে দিয়েছ। শেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা মাত্র ২৪ উইকেট নিয়েছে, গড়ে ৬০ রান দিয়ে! ১৪ দলের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সবচেয়ে খারাপ। এমনকি ওমান ও যুক্তরাষ্ট্রের চেয়েও খারাপ অবস্থা আমাদের!’

তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানকেও কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। ‘চেয়ারম্যান সাহেব, দয়া করে অধিনায়ক, নির্বাচক কমিটি ও কোচকে ডাকুন এবং জিজ্ঞেস করুন, তারা কী ধরনের দল গঠন করেছে! খুশদিল শাহ ও সালমান আগা কি কখনও উইকেট নেওয়ার মতো বোলার মনে হয়েছে? আমি সপ্তাহ ধরে চিৎকার করে বলছি, এই স্কোয়াড যথেষ্ট ভালো না, কিন্তু চেয়ারম্যান বলেছেন, এটি সেরা স্কোয়াড!’

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বিদায়ের পর এবার বোর্ডের কঠোর সিদ্ধান্ত নেওয়ার পালা বলে ইঙ্গিত দিয়েছেন আকরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *