Breaking News

মেহজাবীন-রাজীবের বিয়ে নিয়ে যা বললেন জয়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের আক্দ সম্পন্ন হয়। সোমবার ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ে করেন তারা। এর আগে রোববার একই ভেন্যুতে গায়ে হলুদ হয় তাদের।

এদিকে মেহজাবীন ও রাজীবকে শুভকামনায় ভাসিয়েছেন সহকর্মী তারকারা। দুজনকে নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যেখানে জয় উল্লেখ করেছেন, ছবির মতোই হোক এই বন্ধন।

নিজের পোস্টে জয় লেখেন, অভিনন্দন। মেহজাবীন এবং আদনান আল রাজীব। ছবির মতোই হোক এ বন্ধন। মেহজাবিনের মতো দুর্দান্ত সুন্দরী এবং নাম্বার ওয়ান অভিনেত্রীকে বিয়ে করার সাহস এবং সামর্থ্য আদনান আল রাজীব ছাড়া আর কারই বা ছিল।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি।

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *