Breaking News

পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

ভারতের বিপক্ষে হেরে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ বলা যায়। আজকে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারলে স্বাগতিকদের আসরের বাকি অংশ দর্শক হয়ে থাকতে হবে। ভারতের বিপক্ষে এমন হারের পর দলীয় ম্যানেজমেন্টের ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। দুবাইয়ে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্য তিনি দলের ‘অদূরদর্শী ম্যানেজমেন্ট’কে দায়ী করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেন, ‘আমি ভারতের বিপক্ষে হারের জন্য একটুও হতাশ নই, কারণ আমি জানতাম এমনটাই হবে। পাঁচজন বোলার নিয়ে খেলা যায় না, গোটা বিশ্ব এখন ছয়জন বোলার নিয়ে খেলছে। আপনারা দুইজন অলরাউন্ডার নিয়েছেন, কিন্তু এটি পুরোপুরি মগজহীন ও দিকহীন ম্যানেজমেন্ট। আমি সত্যিই হতাশ।


ভিডিও বার্তায় শোয়েব আখতার আরো বলেন, তিনি আগে থেকেই জানতেন যে পাকিস্তান এই ম্যাচ হারবে। এই জন্য তিনি পাকিস্তানের পরিকল্পনাহীন দল নির্বাচনকেও কাঠগড়ায় তুলেছেন। ‘এই হারের জন্য খেলোয়াড়দের দোষ দেওয়া যায় না, কারণ তারা দলীয় পরিকল্পনা এবং নির্দেশনার অভাবে সঠিকভাবে খেলতে পারছে না। দল যেমন, খেলোয়াড়রাও তেমনই! তারা জানেই না কী করতে হবে।

ইচ্ছাশক্তি একটা বিষয়, কিন্তু দক্ষতাই আসল।’
ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিলের প্রশংসা করে শোয়েব বলেন, ‘যদি কোহলিকে বলেন যে তাকে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে, সে নিশ্চিতভাবেই সেঞ্চুরি করবে।’

এদিকে, পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখন পুরোপুরি নিউজিল্যান্ডের ওপর নির্ভরশীল। যদি নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে জেতে, তাহলে পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *