দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তার সিনেমা মানেই নতুনত্ব। একের পর এক সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে আসীন করেছেন অনন্য এক উচ্চতায়। পর্দায় যেমন সবার অতি পছন্দের বিজয়, বাস্তবেও এই অভিনেতা অনেক মানবিক একজন মানুষ হিসেবেই পরিচিত।
প্রায়ই তাকে দেখা যায় মোটা অঙ্কের দান-অনুদান করতে। ফের একবার তিনি সেই দৃষ্টান্ত করলেন। ১.৩০ কোটি রুপি দান করেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্রকর্মীদের সহায়তার জন্য।
ট্রেড বিশ্লেষক রমেশ বালা এক্সের এক পোস্টে জানিয়েছেন, অভিনেতা এই অর্থ দান করেছেন চলচ্চিত্রকর্মীদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করতে।
ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য এটি নির্মিত হবে। বিশ্লেষকদের মতে, এই ভবনটি ‘বিজয় সেতুপতি টাওয়ারস’ নামে পরিচিত হবে।
‘টাইমস নাউ’-এর প্রতিবেদন অনুসারে, ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়ার অধীনে ২৫,০০০ সদস্য রয়েছে। তারা ২৩টি ইউনিয়নের অংশ এবং টেলিভিশন ও চলচ্চিত্রশিল্পে কাজ করেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র তামিল অভিনেতা এবং তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়াসহ বিভিন্ন সংগঠনের অফিস ও সদস্যদের জন্য বাড়ি নির্মাণ করতে জমি লিজ নিচ্ছেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে তামিলনাড়ু ছোট পর্দার শিল্পী সংঘ, দক্ষিণ ভারতীয় শিল্পী সংঘ এবং তামিল ফিল্ম প্রযোজক পরিষদ। তার মধ্যে ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য ভবন নির্মাণে অনুদান নিয়ে এগিয়ে এসেছেন বিজয় সেতুপতি। তার এই উদ্যোগ প্রশংসায় ভাসছে।