Breaking News

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ‘বিরাট’ চিন্তায় ভারত

২৯ বছর পরে কোনো আইসিসি টুনার্মেন্ট পাকিস্তানে, অথচ ‘চিরশত্রু’ প্রতিবেশীর বিরুদ্ধে ম্যাচটাই করাচি বা লাহোরের বদলে দুবাইয়ে। এতেই শেষ হচ্ছে না দুর্ভোগ। করাচিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পরে যা দাঁড়িয়েছে, আজ রোববার রোহিত শর্মারা জিতে গেলেই টুর্নামেন্ট থেকেই ছুটি হয়ে যাওয়ার সম্ভাবনা রিজওয়ানদের।

একদিকে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে ভারত। এ অবস্থায় এ-গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সম্মুখসমরে নামছে ভারত ও পাকিস্তান। এ ম্যাচের ফলাফল স্থির করে দিতে পারে টুর্নামেন্টে দুদলের ভবিষ্যৎ।

পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে আগে একটি ছবি বাড়িয়েছে, যা দেখে ভারতীয় ফ্যানেদের উদ্বেগ। পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে দলের মহাতারকা বিরাট কোহলির খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

কোহলির অনুশীলনের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে বাঁ পায়ের গোড়ালিতে আইসপ্যাক বাঁধা রয়েছে। নেটে ব্যাটিং অনুশীলন করলেও কেন কোহলি আইসপ্যাক বেঁধে রেখেছেন তা নিয়ে চলছে চর্চা।

এমনকী আইস প্যাক বাঁধা অবস্থায় কোলহলিকে বসে থাকতেও দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, বাঁ পায়ের গোড়ালিতে হয়তো হালকা ব্যথা রয়েছে তার। তাই ঝুঁকি না নিয়ে আইস প্যাক বেঁধেছেন বিরাট।

ভারতীয় দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। চুপ কোহলিও।

পাকিস্তান ম্যাচের আগে ফর্মে ফিরতে মরিয়া কোহলি। সেই কারণে শনিবার অনুশীলন শুরুর দেড় ঘণ্টা আগে কোহলি পৌঁছে যান। শনিবার দুবাইয়ে ভারতের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ১টা (ভারতীয় সময় দুপুর ২.৩০টা) থেকে। কোহলি চলে আসেন সকাল সাড়ে ১১টা নাগাদ। তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নে ও ডি রাঘবেন্দ্র।

সম্প্রচারকারী চ্যানেলে দেখা গিয়েছে, কোহলি নেটে স্থানীয় বোলারদের বিরুদ্ধে অনুশীলন করছেন। বেশ নিখুঁত এবং তীক্ষ্ণ দেখিয়েছে কোহলির ব্যাটিং। ড্রাইভ যেমন করেছেন, তেমনই রক্ষণাত্মক খেলার চেষ্টাও করেছেন। অস্ট্রেলিয়া সিরিজে অফস্টাম্পের বাইরের বল খেলতে সমস্যা হয়েছিল কোহলির। এক দিনের ক্রিকেটে তাকে সমস্যায় ফেলেছে স্পিন।

বাংলাদেশের বিরুদ্ধে রিশাদ হোসেনের বলে আউট হয়েছিলেন কোহলি। এই ফরম্যাটে টানা ছয় ম্যাচে স্পিনারের বিরুদ্ধে আউট হন তিনি। পাকিস্তান দলেও আব্রার আহমেদের মতো স্পিনার রয়েছেন। যা নিশ্চিতভাবেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চিন্তার কারণ কোহলির জন্য।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আইসিসি টুনার্মেন্ট পাকিস্তান করাচি দুবাই

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম
ওভালে ভারতকে কাঁদিয়েছিলেন ফখর, দুবাইয়ে কে?
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ‘বিরাট’ চিন্তায় ভারত
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
শেষ বলে ছক্কা মেরে ভারতকে হারানো মিয়াঁদাদের সেই ম্যাচ
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ এএম
বাংলাদেশের সাবেক তিন অধিনায়কের চোখে ভারত-পাকিস্তান ম্যাচ
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ এএম
জমে উঠেছে কথার লড়াই, কে এগিয়ে ভারত না পাকিস্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *