Breaking News

শেষ পর্যন্ত অধিনায়ককে বাদ দিয়ে চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এই দলে জায়গা হয়নি অধিনায়ক সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ ফুটবলারের। কোচের বিরুদ্ধে বিদ্রোহের অবসান ঘটিয়ে তারা বিশ্রাম চেয়েছেন।

গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে দলটি। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল আমিরাতে পৌঁছাবে।

২৩ সদস্যের দলে সবশেষ সাফজয়ী দলের ৭ ফুটবলার সুযোগ পেয়েছেন। তারা হলেন- ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন ও শাহেদা আক্তার রিপা। নতুন করে ১০ ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দল নিয়ে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, দলটা তরুণ ও অনভিজ্ঞ। তাদের গেম টাইম প্রয়োজন। তারা ভুল করবে, সবারই ভুল হয়। সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে তারা।

বাংলাদেশ নারী ফুটবল দলের এই পরিবর্তিত দল কেমন পারফর্ম করে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে।

বাংলাদেশ দল
গোলকিপার
ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়।

ডিফেন্ডার
কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, সুলতানা, কানোম আক্তার, অপির্তা বিশ্বাস অর্পিতা, মরিয়ম বিনতে হান্না।

মিডফিল্ডার
হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার, বন্যা খাতুন।

ফরোয়ার্ড
আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বেলা মেহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও নবিরন খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *