Breaking News

কোনো চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনো
চাপেই সরকারের সঙ্গে আপস করবেন না। আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করে বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন।

ইমরান খানের এই মন্তব্য এমন এক সময় প্রকাশ্যে এল যখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মূল ধারার গণমাধ্যমে বলা হচ্ছে, আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসছে সাবেক ক্ষমতাসীন দল পিটিআই।

একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন।

সূত্রটি আরও জানায়, প্রক্রিয়াটি শুরু করতে পিটিআই আগ্রহী। আর এক্ষেত্রে গান্দাপুর ভালো কাজ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। তবে অন্য পক্ষ আলোচনায় বসবে কি না তা এখনো জানা যায়নি।

আলিমা খান আরও জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন। এর আগে গুজব ছাড়ানো হয় ইমরান খান অসুস্থ।

এদিকে আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই।

তিনি আরও বলেন, পিপিপি ও পিএমএল-এন দুর্বল শাসনের জন্য একে অপরকে দোষারোপ করছে। পিপিপি পিএমএল-এনকে অ-কর্মক্ষমতার জন্য অভিযুক্ত করে, অন্যদিকে পিএমএল-এন দাবি করে পিপিপি সিন্ধুতে ব্যর্থ হয়েছে। দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা বলছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *