Breaking News

১৩ দিন পর যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নিহত মো. বারিকুলের মরদেহ ১৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহটি হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ, পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত বারিকুল উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, মরদেহটি ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ জানান, কীভাবে বারিকুল নিহত হয়েছেন তা জানা নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফ আজকে মরদেহ ফেরত দিয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তে ওই কৃষকের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

সোহান মাহমুদ/জেডএইচ/জিকেএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *