Breaking News

কুয়েটে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় নোয়াখালী জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল শুরু হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, এখন কোনো দল রাষ্ট্র ক্ষমতায় নেই। আমরাও কাউকে ক্ষমতায় বসাইনি। তাই কেউ ক্ষমতা দেখাতে যাবেন না। যারা আজ ছাত্রদের রক্ত ঝরাচ্ছেন, তাদের চিহ্নিত করে বিচার দাবি করছি। প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, জনগণই এর জবাব দেবে।

এসময় আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বনী ইয়ামীন, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান, ইয়াসিন আরাফাত প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *