Breaking News

রাজধানীর জাহাঙ্গীর টাওয়ারে আগুন, মিলল চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে উদ্দেশ্যমূলকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এবং এ ঘটনায় মো. মেহেদী হাসান রিমন (৩১) নামে ক্যাফের একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।

এ ঘটনায় রেস্টুরেন্টটির মালিক মো. মঞ্জুরুল আলম খানের তেজগাঁও থানায় মামলার তদন্তে ক্যাফের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মেহেদীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।

এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *