বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনাকে আয়নাঘরের চেয়ারে একদিন বসতে হবে। হাসিনা দিল্লিতে থাকলেও একদিন না একদিন আয়নাঘরের চেয়ারে আমরা বসাব। কোথায় কাউয়া কাদের? কোথায় খেলা হবে শামীম ওসমান?
মঙ্গলবার বিকালে কুমিল্লা মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, কোথায় সেই পালোয়ানরা? খেলা হবে বলে কোথায় পালিয়ে গেলেন? ওবায়দুল কাদের বলেছেন, আমি পালাই না। শামীম ওসমান বলেছেন, আসুন খেলা করি। চট্টগ্রামের হাসান বলেছেন, বাংলাদেশে বিএনপির অস্তিত্ব রাখবো না কিন্তু এখন তারা কোথায়?
তিনি বলেন, তোমাদের নেত্রী এদেশ থেকে পালিয়েছে। সঙ্গে তোমরাও পালিয়ে গেছো। শেখ হাসিনা তুমি বারবার উস্কানি দিচ্ছো। প্রতিদিনই বলো, চট করে চলে আসবো; কিন্তু তুমি এখন নরেন্দ্র মোদির আঁচলের নিচে।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, কোনো লাভ হবে না। দেশের লাখো জনতা তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অপেক্ষা করছে। সাত মাস অতিবাহিত হয়েছে। মুগ্ধ ও খোকনের রক্তের দাগ এখনো শুকায়নি। আর শেখ হাসিনা মেতেছে নতুন খেলায়। তার স্বপ্ন এ দেশে আর বাস্তবায়ন হবে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফারুক বলেন, ডেভিল হান্ট এত দেরিতে কেন? সচিবালয়ে আগুন, গাজীপুরের ছাত্রদের ওপর নৃশংস হামলা। তারপর আপনাদের বোধ হলো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যত দেরি করবেন ততই ষড়যন্ত্র বাড়বে। আপনারা দয়া করে মইনুদ্দিন ফখরুদ্দিন হইয়েন না। আপনাদের চারপাশে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বসে আছে।
তিনি বলেন, ১৪২ জন ডিসি এসপি এখনো কেন ক্ষমতায়? যারা তিনবার বিনা ভোটে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। অনেক বন্ধুরা বলেন, ক্ষমা করে দিব। সেই বন্ধুদের উদ্দেশে বলতে চাই- এমন কোনো উক্তি করবেন না, যেই উক্তিতে বর্তমান সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বিলম্ব করে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জনসভা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির এাণ ও পূর্ণবাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, শিল্প বিষয়ক সম্পাদক, আবুল কালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দীন প্রমুখ।
জনসভা পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।