Breaking News

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আওয়াজ তুলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার

রাত পোহালেই বাজবে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টায় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। তার আগে টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের বহরে কারা থাকছেন, তাদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে আছেন একমাত্র আতহার আলী খান। খেলার সরাসরি ধারাবিবরণী ছাড়াও ম্যাচের আগে শো, ইনিংস বিশ্লেষণ, ম্যাচ শেষে শো নিয়ে হাজির হবেন ধারাভাষ্যকার-বিশ্লেষকেরা। আইসিসি টিভির কভারেজে ব্যস্ত থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ।

নিজেদের শব্দের জাদুতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি মুহূর্তের মহিমা বাড়াবেন রবি শাস্ত্রী, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, অ্যারন ফিঞ্চ ও মেল জোন্স। তাদের সঙ্গে যোগ দেবেন হার্শা ভোগলে, মাইক আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল।

সাবেক ক্রিকেটারদের মধ্যে আরও আছেন আতহার আলী খান, ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক ও ইয়ান ওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *