Breaking News

ভারতকে আরও এক দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

২২ মার্চ, ১৯৮৫। ওয়ানডে ইতিহাসের এক ঐতিহাসিক দিন। প্রায় ৪০ বছর আগের ওই দিনে একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম পুঁজি নিয়েও ম্যাচ জেতার গৌরব অর্জন করে ভারত। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট মাঠে সেদিন ১২৫ রানের পুঁজি নিয়ে ৩৮ রানে পাকিস্তানকে হারিয়ে দেয় ‘মেন ইন ব্লুজ’।

ভারতের সেই রেকর্ড মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে ১২২ রানের পুঁজি নিয়েও জেতার রেকর্ড গড়েছে তারা। আল আমেরাত স্টেডিয়ামে ওমানের বিপক্ষে এই অল্প পুঁজিতেও ৫৭ রানের বড় জয় পেয়েছে দলটি।

এই ম্যাচে আরও একটি নজিরবিহীন রেকর্ডও হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচের সবগুলো ওভারই করেছেন স্পিনাররা। তবে সবগুলো উইকেট তাদের পকেটে যায়নি শুধুমাত্র একজনের কারণে।

সে একজন হলেন নশতুশ কেনজিগে। স্পিনারদের ফাঁদে না পড়লেও রান আউটের শিকার হয়েছেন তিনি। তবে বল হাতে যুক্তরাষ্ট্রের অন্যতম জয়ের নায়ক। ৭.৩ ওভারে কেবল ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী ইস্যুতে বড় দুঃসংবাদ পেয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশটির অবৈধ অভিবাসীদের ‘আপত্তিকর’ কায়দায় ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে এবার ক্রিকেট মাঠেও যুক্তরাষ্ট্র তাদের আরেকটি দুঃসংবাদ দিল।

হতে পারে অভিবাসী ইস্যুর তুলনায় ক্রিকেট মাঠের এই রেকর্ড হাতছাড়ার সংবাদ তুচ্ছ। তবু দুঃসংবাদ তো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *