Breaking News

গাজিনি লুকে পলক, নেট দুনিয়ায় ট্রল

আদালত প্রাঙ্গনে নতুন লুকে দেখা গেল সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সম্প্রতি এই নতুন লুকে আদালতে হাজির হনি তিনি। এই লুকের সঙ্গে মিলে যায় বলিউড সিনেমা গাজিনিতে আমির খানের লুকের সঙ্গে। আর এ নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বিভ্রাট নিয়ে পলকের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন।

৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর পলকও দেশত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এরপর আদালতে বিভিন্ন কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন।

এবার কথা বলে নয়, হাস্যরস সৃষ্টি করলেন গাজিনি লুক ধারন করে। তার এই লুকের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে আমির খানের গাজিনি লুকে পলক।

সামাজিক মাধ্যমে যা নিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মি নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আই ফোন সেভেনটি প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিজ নামের একজন তার হাতে হাতকড়া না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাতকড়া নেই কেনো?

সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, তিনি আদালত প্রঙ্গনে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলকের এই কথায় হাসির ট্রলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া।

পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে। আর এতেও তাকে নিয়ে হাসি মসকরা করতে ভোলেননি নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *