Breaking News

বিয়ের দুদিন পরেই শোকের ছায়া নেমে এলো সারজিস আলমের জীবনে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আজ (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তার প্রিয় দাদা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

দাদার মৃত্যুর খবরটি সারজিস আলম নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা…”

প্রিয় দাদার মৃত্যুতে সারজিস আলম ও তার পরিবার গভীর শোকাহত। দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

সারজিস আলমের দাদার মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *