অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জঙ্গলে দু’টি হালকা বিমানের সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
সংবাদ সংস্থা এপি জানায়, নিউ সাউথ ওয়েলস পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সের কর্মীরা প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষের পর একটি প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।
সোমবার দেশে ফিরছেন লেবানন প্রবাসী আরও ৩০ বাংলাদেশিসোমবার দেশে ফিরছেন লেবানন প্রবাসী আরও ৩০ বাংলাদেশি
নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট টিমোথি ক্যালম্যান সংবাদমাধ্যমকে জানান, নিকটবর্তী একটি এয়ারফিল্ড থেকে আসা একটি আল্ট্রালাইট বিমানের সঙ্গে আরেকটি সেসনা বিমানের সংঘর্ষ হয়।
সেসনা ১৮২ বিমানে দু’জন এবং আলট্রালাইটে একজন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই বলে জানান তিনি।
রাষ্ট্রপতি ‘ফ্যাসিবাদের প্রোডাক্ট’ হলেও সরানোর বিপক্ষে রিজভীরাষ্ট্রপতি ‘ফ্যাসিবাদের প্রোডাক্ট’ হলেও সরানোর বিপক্ষে রিজভী
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে ক্যালম্যান বলেন, প্রত্যক্ষদর্শীরা আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখেছেন। কিন্তু খুব বেশি কিছু করা সম্ভব ছিল না। প্রায় এক কিলোমিটার উপরে দুর্ঘটনাই বেঁচে থাকা অসম্ভব বলে উল্লেখ করেন তিনি।