Breaking News

এবার তাহসান ভক্তদের জন্য আসলো আরও এক সুখবর!

দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। বলা যায়, এই সংগীতশিল্পীর বিয়ের খবর এখন টপ অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। এমন সময়ে তাহসান ভক্তদের জন্য আসলো আরও এক সুখবর।আশেপাশের কনসার্টের টিকিট

জানা গেছে, এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তাহসান। শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী।

তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’ বা ‘লোনলি হোম’। স্যাড-রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই; নির্মাণ করা হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায়।

আগামী সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *