তাহসান-রোজা ও মিথিলাকে নিয়ে যা বললেন অরুণা বিশ্বাস

বর্তমানে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় তাহসান খান-রোজা আহমেদের বিয়ে। বিয়ের দিন থেকেই প্রায় সবখানে চলছে তাদের নিয়ে আলোচনা। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের এ সম্পর্ক ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছেন নেটিজেনরা। কেউ প্রশংসা করছেন আবার কেউ করছেন কটাক্ষ। এবার তাহসান-রোজা ও মিথিলাকে নিয়ে কথা বললেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

নিজের ফেসবুকে অরুণা লিখেছেন, মেয়েটির চেহারার সাথে নামের দারুণ একটা মাখামাখি আছে। রোজা মনে হয় নামটি ওকেই মানিয়েছে। কেন যেন আমার খুব পছন্দ ওকে। কী দারুণ আত্মবিশ্বাস! কোনো বাড়তি ঢং নেই, দেখানোপনা নেই, পুরোটাই বাঙালি। আমরা বলি স্রষ্টা প্রদত্ত প্রতিটি মানুষের মধ্যে হয়তো থাকে কিন্তু নিজেকে আবিষ্কার করার ক্ষমতা সবার কি থাকে?

অভিনেত্রী আরও লেখেন, একটি পরিবার থেকে যখন ক্ষমতবান বাবা হারিয়ে যান, পরিবারের সন্তানেরা তখন যদি ছোট থাকে সাথে অর্থনৈতিক সাবলম্বীতা না থাকে শুধু তারাই জানে এবং বুঝতে পারে এ পৃথিবীটা কেমন? আর মানুষগুলো কত নির্মম।

এরপর লিখেছেন, রোজা সবকিছু জয় করে মা আর ছোট ভাইকে নিয়ে দারুণ জীবন কাটাচ্ছে। সেখানে তার বাবার কথা বলে তাকে থামানোর চেষ্টা বোকামি। হায় আমরা! শুধু পরকে নিয়েই পরে থাকি।

সবশেষে মিথিলাকে নিয়ে অরুণা বিশ্বাস লিখেছেন, তাহসান গুণী মানুষ তার মধ্যে নিশ্চয়ই ম্যাজিক আছে তাই উনি জনপ্রিয়, মিথিলাও গুণী, শিক্ষিত, পরিণত। ওরাই ভাবুক ওদের কথা। চলুন আমরা তাহসান ও রোজার জন্য আমাদের ভালোবাসা পৌঁছে দেই। ভালো থাকুক প্রেম ও পরিণয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *