Breaking News

আইসিইউতে মুশফিক ফারহান, জানা গেল সর্বশেষ অবস্থা

গুরুতর অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। নেওয়া হয়েছে আইসিইউতে- আজ শনিবার সকাল থেকেই এমন খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সংবাদে এসেছে শারীরিক অবস্থার অবনতির কথাও।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ফারহানের সঙ্গে। তাকে ফোনে পাওয়া না গেলও তার শারীরিক অবস্থার তথ্য দিয়েছেন অভিনেতার মামা মামুন।

তিনি বলেন, ‘মুশফিক আর ফারহান ভালো আছে। শুটিং স্পটে নয়, বাসাতেই অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আইসিইউতে থাকা বা শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তার মূলত ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্যই আইসিইউতে নেওয়া হয়েছে।’

জানা গেছে, আজ এই অভিনেতার নাটকের শুটিং ছিল। কিন্তু অসুস্থতার কারণে সেটি বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *