খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এতে ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা জানান, নগরীর শেখ পাড়ার সমাজসেবা অফিস থেকে প্রোগ্রাম শেষ করে ফেরার পথে শিববাড়ি জিয়া হল চত্বরে পৌঁছালে আসলে অজ্ঞাতনামা ২০-২৫ জন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাদীয়া ও দিয়া নামের দুজন ছাত্রীর অবস্থা আশঙ্কজনক। তারা আইসিউতে ভর্তি রয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, ‘অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আমার বাইকের পেছনে থাকা নাজমুল হোসেন ইমরানকে টেনে নিয়ে মারধর করে। নাজমুলকে রক্ষা করতে গেলে আমাদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এরা আমাদের নারী সহযোদ্ধাদের ওপরও হামলা চালায়।’
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছাই। এখনও পর্যন্ত কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ করেনি।’
এই ঘটনার পরে সন্ধ্যায় শিববাড়ী মোড় এলাকায় মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এর আগে, গত মঙ্গলবার ‘মার্চ ফর ইউনিটি’তে অংশ নিতে ঢাকা যাওয়ার পথে বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা হয়। এতে প্রায় ২০ জন আহত হয়।