Breaking News

সাফা কবির-তানজিন তিশাদের নিয়ে যা হচ্ছে তা ইতরামি: আব্দুন নূর তুষার

সাফা কবীর, তানজিন তিশা, সুনিধি নায়েক, টয়াদের নিয়ে যা হচ্ছে তা একপ্রকার ইতরামি বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও উপস্থাপক আব্দুন নূর তুষার। শুধু অভিযোগের ভিত্তিতে পাবললিকুলি কাউকে হেয় করাটাও গুরুতর অন্যায় বলে মনে করেন তিনি।

শুক্রবার সামাজিক মাধ্যমে এসব কথা জানান শুভেচ্ছা খ্যাত উপস্থাপক আব্দুন নূর তুষার।

তুষার বলেন, সাফা কবীর টয়া সুনিধি নায়েক আর তানজিন তিশাকে নিয়ে যা শুরু হয়েছে সেটা একটা ইতরামি। এই ভন্ড সমাজে কোনও বৃহৎ পেইন স্পেশালিস্ট ডাক্তার – কোন চ‍্যানেলের প্রধান ব‍্যক্তি – আর কোন বিরাট ব‍্যবসায়ী অথবা বিখ‍্যাত চিত্রপরিচালক গাঞ্জাওয়ালা পরিবারের সদস‍্য সেটা নিয়ে গবেষণা করেন। তারা পুরুষ নাকি তারা ক্ষমতাবান? কোনটার জন‍্য তাদের বিষয়ে কথা বলা যাবে না?

আব্দুন নূর তুষার প্রশ্ন তুলে বলেন, আমি একজনকে চিনি যিনি কেকের মধ‍্যে গাঞ্জা ভরে হ‍্যাশ ব্রাউনি খেয়ে বাথরুমে আছাড় খেয়েছিলেন। আরেকজনকে চিনি দুধের মধ‍্যে গা ঞ্জা সিদ্ধ করে সেবন করতেন। দেশের এক বিখ‍্যাত চিকিৎসক নেতা তো গাঞ্জা ডাইল একসাথে সেবন করতো। কই – এদের নিয়ে আপনাদের মাথাব‍্যাথা নাই কেন? এদের নিয়ে এসব সংবাদ উদ্দেশ‍্যপ্রণোদিত।

কেবল অভিযোগের ভিত্তিতে এমন সংবাদ পরিবেশন করার বিরুদ্ধে তিনি। বললেন, যে কোনও আসক্তকে এমনিতেও কেবল অভিযোগের ভিত্তিতে এভাবে পাবলিক হিউমিলিয়েশন করা আন এথিকাল ও চিকিৎসার দৃষ্টিভঙ্গি থেকেও অন‍্যায়। আমি মাদকের বিরুদ্ধে কাজ করি আঠারো বছর বয়স থেকে। যে কোনও ব‍্যক্তিকে এভাবে অপমাণিত অভিযোগ নিয়ে সংবাদের মাধ‍্যমে হেয় করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *